* ২০২৪—২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ১৫ই জুলাই - ২৫শে জুলাই’ ২০২৪, সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত চলবে।
* ভর্তির সময় শিক্ষার্থীর উপস্থিতি আবশ্যক।
* সকল তথ্য এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম অনুসারে দিতে হবে।
* স্টার(*) চিহ্ন দেওয়া বক্স গুলো অবশ্যই পূরণ করতে হবে। বাংলায় লেখার জন্য, অভ্র/বিজয় ইউনিকোড অপশনে টাইপ করতে হবে।
* অনলাইন ভর্তি ফরমটি পূরণের পর অভিভাবকের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কলেজে ভর্তির তারিখ ও সময় অবগত করা হবে। উক্ত সুনির্দিষ্ট তারিখেই কলেজে ভর্তির জন্য আসতে হবে, আগে বা পরে নয়।
ফরম পূরণের নীতিমালা
১। ছবির সাইজ 20kb ( 200x200px) এবং ছবি resize করার জন্য এই লিংক এ যেতে পারেন https://www.simpleimageresizer.com/
২। আবেদন শেষে আবেদনপত্রের সাদা কালো / রঙিন প্রিন্ট কপি ভর্তির সময় সাথে আনতে হবে।
৩। ভুল তথ্য প্রদান আইনত দণ্ডনীয় এবং এ কারণে শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।
ভর্তির সময় যা প্রয়োজন
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।
২। SSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি (১ কপি)।
৩। SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (১ কপি)।
৪। SSC পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি (১ কপি)।
৫। অনলাইনে পূরণকৃত কলেজ ভর্তি ফর্মের প্রিন্টেড কপি।