১. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই অনলাইন ভর্তি ফরমটি শুধু বোর্ড কর্তৃক এই কলেজে ভর্তির জন্য মনোনীত হয়ে নিশ্চায়ন সম্পন্নকারী শিক্ষার্থীরাই পূরণ করতে পারবে।
২. শিক্ষার্থীর সকল তথ্য এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম অনুসারে দিতে হবে। স্টার(*) চিহ্ন দেওয়া বক্স গুলো অবশ্যই পূরণ করতে হবে। বাংলায় লেখার জন্য, অভ্র/বিজয় ইউনিকোডে টাইপ করতে হবে।
৩. ফরমটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা একজন শিক্ষার্থী একাধিক ফরম পূরণ করতে পারবে না। অনিচ্ছাকৃতভাবে কোন বানান বা তথ্যগত ভুল হয়ে গেলে পরবর্তীতে কলেজে ভর্তির সময় কর্তৃপক্ষকে অবহিত করে ভুলটি সংশোধন করে নিতে হবে।
৪. ভর্তি আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ ও সাবমিট করার পর ওয়েবসাইটে প্রদর্শিত PRINT বাটনে ক্লিক করে ভর্তি ফরমটি এক পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে। ‘Ctrl+P’ কমান্ড ব্যবহার করা যাবে না। এতে ফরমটি আংশিক প্রিন্ট হবার সম্ভাবনা রয়েছে।
৫. অনলাইন ভর্তি ফরমটি পূরণ সম্পন্ন করে সাবমিট করা হলে অভিভাবকের নম্বরে শিক্ষার্থীর ‘Application ID (AID)’ এবং উক্ত শিক্ষার্থীর‘ ভর্তির জন্য নির্দিষ্ট তারিখ ও সময়’ SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। নেটওয়ার্ক বা টেকনিক্যাল সমস্যার কারণে SMS না পেলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কেননা ভর্তি ফরমটি প্রিন্ট করা হলে ফরমের উপরের অংশে ‘ভর্তির জন্য নির্দিষ্ট তারিখ ও সময়’ উল্লেখ করা থাকবে।
৬. পূরণকৃত এই অনলাইন ভর্তি ফরমের হার্ডকপি, অন্যন্য প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ভর্তি ফি সহকারে সুনির্দিষ্ট তারিখে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৭. ভর্তির সময় শিক্ষার্থীর উপস্থিতি আবশ্যক। অভিভাবক সহকারে সঠিক সময়ে, মার্জিত হেয়ার কাট এবং শোভনীয় পোশাকে শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
৮. ভর্তি কার্যক্রম ১৫/০৭/২০২৪ (সোমবার) থেকে ২২/০৭/২০২৪ (সোমবার) প্রতিদিন দুই ধাপে (১ম ধাপ:- সকাল ৯:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত; ২য় ধাপ:- দুপুর ২:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত)। তবে, ১৭/০৭/২৪ (বুধবার) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি এবং ১৯/০৭/২০২৪ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় উক্ত দুই দিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।